ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হিসাব সম্পার্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপত্বিতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন প্রমুখ।

তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ৫০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ