bangla news

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৮ ১০:২১:৫১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মেটা ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত ওয়ারলেস অপারেটর আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জয়পরহাটের ৫ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় জয়পুরহাট সদর উপজেলা থেকে ১২ জন, পাঁচবিবি উপজেলা থেকে ২৯, কালাই উপজেলা থেকে ৫, ক্ষেতলাল উপজেলা থেকে ৩ ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ জনসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়াদের মধ্যে ২৬ জন মাদক মামলার ও ২৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত ২৪ ঘণ্টায় পাঁচবিবি থানায় ৪টি মামলা ছাড়া অন্য কোনো থানায় কোনো ধরনের মামলা দায়ের হয়নি।

এ সময়ে ১৫৯ বোতল ফেনসিডিল ও ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলেও জানান কন্ট্রোল রুমে দায়িত্বরত ওয়ারলেস অপারেটর আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-18 10:21:51