ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ কর্মীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বেগমগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ কর্মীর মৃত্যু 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত যুবলীগ কর্মী হাসানের (২৪) মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নর্দান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত হাসান শরীফপুর ইউনিয়নের উত্তর শরীফপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ ফেব্রুয়ারি রাতে শরীফপুর গ্রামের জয়নাল আমিনের বাড়ী এলাকায় সম্রাট ও সুমন বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। তখন সুমনের লোকজন সম্রাটের অনুসারি হাসানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার নর্দান হাসপাতালে পাঠানো হয়।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহত হাসানের মা ধনী বেগম বাদী হয়ে খালাসি সুমনসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।  

তিনি আরও জানান, নিহত হাসানের বিরুদ্ধেও থানায় ৬টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।