ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৯৯৯-এ ফোন, স্ত্রীর মাথার চুল কাটার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
৯৯৯-এ ফোন, স্ত্রীর মাথার চুল কাটার অভিযোগে স্বামী আটক .

ঢাকা: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রতিবেশী এক কলারের ফোন পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী জুয়েলকে (২৬) আটক করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ওই দম্পতির প্রতিবেশী ফোন করলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার আশা গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।  

ওই প্রতিবেশীর বরাত দিয়ে ৯৯৯ মিডিয়া সেল জানায়, জুয়েল তার স্ত্রীকে মারধর করেছেন ও মাথার চুল কেটে দিয়েছেন।

নির্যাতনের শিকার স্ত্রীর কান্নাকাটি ও চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে এ অবস্থা দেখতে পান।  

এ ঘটনার সঙ্গে সঙ্গে ৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে মেহেন্দীগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।

খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার সালমাকে (১৮) উদ্ধার ও অভিযুক্ত স্বামী জুয়েলকে আটক করেন।

এসআই ইয়াদুল জানান, জুয়েল তার স্ত্রীকে সন্দেহ করতেন। অন্য কারো সঙ্গে তার সম্পর্ক আছে। এ সন্দেহ থেকে তিনি স্ত্রীকে মারধর করেন ও চুল কেটে দেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।