ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

চীন ফেরত ছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, ফেব্রুয়ারি ১৭, ২০২০
চীন ফেরত ছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি

বরগুনা: চীনে অধ্যায়নরত মো. ইমরান নামে এক ছাত্র জ্বরে আক্রান্ত হলে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা নিশ্চিত হতে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ইমরানকে বরগুনা জেনারেল হাসপাতালের একটি কক্ষে পুলিশি হেফাজতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইমরান বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম. বালীয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।

সে শনিবার (১৫ ফেব্রুয়ারি) চীন থেকে বাংলাদেশে আসেন বলে জানা গেছে।

ইমরানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কাউকে পাওয়া যায়নি।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন ও কর্তব্যরত ডাক্তার নিহার রঞ্জন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ইমরানের জ্বর ছাড়া করোনায় আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওরকম কিছু সন্দেহ হলে প্রয়োজনে নিশ্চিত হতে ঢাকা থেকে টিম খবর দেবে বরগুনা চিকিৎসা বিভাগ। কাজেই গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, করোনায় আক্রান্ত সন্দেহে রোগীকে জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।