ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তির ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা ইউনিয়নের বাসিন্দা বাবু মিয়া (২৮) ও খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা গ্রামের বাসিন্দা সামেদুল ইসলাম (২২)।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, পুটিমারী ইউনিয়নের সাইলবাড়ি এলাকায় নদী থেকে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।