ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে খাস কালেকশন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সিলেটে পাথর কোয়ারিতে খাস কালেকশন বন্ধ

সিলেট: পাথর উত্তোলন বন্ধের পর এবার কোয়ারিতে খাস কালেকশন (উপস্থিত খাজনা আদায়) বন্ধ করে দিয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) এক নির্দেশনার পর দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে খাস কালেকশন বন্ধ করে দেওয়া হয়।
 
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে ২০১২ সাল থেকে খাস কালেকশন চলে আসছিল।

সম্প্রতি ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাফর উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে খাস কালেকশন বন্ধ করে দেওয়া হয়েছে।
 
এছাড়া চিঠিতে সিলেট জেলার সব পাথর কোয়ারি (ইজারাকৃত পাথর কোয়ারি ব্যতীত) থেকে পাথর উত্তোলন বন্ধে করণীয় বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
 
এ নির্দেশনা অনুয়ায়ী, ইজারা বিহীন সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।  
 
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর চিঠির কপি পাওয়ার পর সিলেট জেলা প্রশাসকের এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
 
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্দেশনা পাওয়ার পর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির খাস কালেকশন বন্ধ করে দিয়েছি। তবে অন্য কোয়ারিগুলোর বিষয়ে এখনো নিষেধাজ্ঞা আসেনি।
 
এর আগে গত ২ ফেব্রুয়ারি কেম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে শ্রমিক নিহত হওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনায় পাথর উত্তোলনও বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এবার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) নির্দেশনায় বন্ধ হলো ইজারা বিহীন চলে আসা কোয়ারির খাস কালেকশন।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।