bangla news

সাবেক এমপি রহমত আলীর মৃত্যুতে ইয়াফেস ওসমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৬ ৫:০০:২৫ পিএম
রহমত আলী ও ইয়াফেস ওসমান।

রহমত আলী ও ইয়াফেস ওসমান।

ঢাকা: গাজীপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বর্ষিয়ান রাজনীতিবিদ রহমত আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বিজ্ঞানমন্ত্রী বলেন, রহমত আলীর মৃত্যুতে জাতি এক বিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং পার্লামেন্টারিয়ানকে হারালো। এ দেশের গণতান্ত্রিক এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট রহমত আলী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসকে/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   শোক সংসদ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-16 17:00:25