bangla news

সলঙ্গায় দেড় মণ গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৫ ৬:২৭:০০ এএম
জব্দ করা গাঁজা ও ট্রাক, ছবি: বাংলানিউজ

জব্দ করা গাঁজা ও ট্রাক, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটকরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়তুল্লার ছেলে মো. মমিনুল ইসলাম (৩০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে র‌্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব-১২ হেড কোয়ার্টারের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম এম এইচ ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুইজন ওই ট্রাকের চালক ও হেলপার। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-15 06:27:00