ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসন্ত ছুঁয়ে গেলো সিলেটকে

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বসন্ত ছুঁয়ে গেলো সিলেটকে

সিলেট: মামুন-শাকিলা ববি দম্পতি। সাংবাদিকতা পেশা থেকে পরিচয় এরপর পরিণয়। সংসারী হলেও কর্মক্ষেত্রে প্রভাব পড়েনি বিন্দুমাত্রও। দু’বছর আগে যেমনটি ছিল, তেমনটি আছেন তারা এখনো! একে অন্যকে ষোলআনা ভালবাসায় রেখেছেন আবদ্ধ করে।

এই চেনা পথখানি আগেই মাড়িয়েছেন ওয়েছ খছরু ও বিলকিস আক্তার সুমি দম্পতি। তারাও সাংবাদিক।

তাদের ভালোবাসার সংসারে আলো ছড়াচ্ছে নয় বছরের কন্যা সন্তান অর্পিতা অমি। এক যুগ পরেও তাদের সেই পথচলা চলছে সমান তালে।

ওয়েছ খছরু বাংলানিউজকে বলেন, আগে যেমন ছিলাম, আমরা তেমনটি আছি। বয়স কখনো ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারে না।

গাছের কঁচি পাতায় ফাগুনের ছোঁয়া। দক্ষিণা বাতাসে দূর থেকে ভেসে আসা কোকিলের কুহু কুহু কলতানে আজ তাই ঘর ছেড়েছে তারুণ্য। বাঁধ ভাঙা আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় নানা আয়োজনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারা দেশের ন্যায় সিলেটে ভালবাসা দিবসে ঋতুরাজ বসন্তকে সাংবাদিক দম্পতিদের মতো বরণ করে নিয়েছে সিলেটের সাধারণ মানুষ। পথে পথে, পার্কে সারাদিন মানুষের ভিড় লেগেই ছিল।

সিলেটে দিনব্যাপী ছিল নানা আয়োজন ।  ছবি: মাহমুদ হোসেন

এদিন নগরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু কিশোরদের নিয়ে ছিল চোখ জুড়ানো উৎসবের আয়োজন।

ব্যাংকার স্ত্রী ও আদরের কন্যা সন্তানকে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলায় এসে সময় পার করেছেন সাংবাদিক সালমান ফরিদ। বসন্তে ভালবাসার রং ছড়িয়েছেন তারাও।

এর বাইরেও নগরজুড়ে বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।