ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্র আইনে শাওন অপরাধী নন: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
অস্ত্র আইনে শাওন অপরাধী নন: ডিএমপি কমিশনার

ঢাকা: সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন অস্ত্র আইনে কোনো অপরাধ করেননি । তবে লাইসেন্স করা অস্ত্র নিরাপদ হেফাজতে রাখার ক্ষেত্রে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এ মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইব্রাহিম হত্যার মামলার তদন্ত কর্মকর্তা প্রয়োজনে সাংসদ শাওনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ’

এর আগে মঙ্গলবার ইব্রাহিম আহমেদ হত্যার সঙ্গে শাওনের কোনো সম্পৃত্ততা নেই বলে জানিয়েছিলেন খোদ মামলার বাদী ইব্রাহিমের ছোটভাই মাসুম আহমেদ। অবশ্য হত্যার ঘটনার পর থেকে ইব্রাহিমের স্ত্রী দাবি করে আসছেন- এ ঘটনায় শাওনের সম্পৃক্ততা রয়েছে।       

শহিদুল হক এ মামলার তদন্ত প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে আরও বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে এমপি শাওনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে। ’

‘ লাইসেন্স পাওয়ার পর আগ্নেয়াস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব অস্ত্রের মালিকের। সেদিক থেকে শাওন  তার অস্ত্র নিরাপদ হেফাজতে রাখতে ব্যর্থ হয়েছেন। তবে অস্ত্র আইনে তিনি কোনো অপরাধ করেননি। ’

ইব্রাহিম হত্যা মামলায় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ’

গত ১৩ আগস্ট সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংসদ শাওনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদ মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ