ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতি ৩ জনের মধ্যে ১ জন নারী কোনো না কোনোভাবে নির্যাতিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
প্রতি ৩ জনের মধ্যে ১ জন নারী কোনো না কোনোভাবে নির্যাতিত

ঢাকা: প্রতি তিনজন নারীর মধ্যে একজন কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে। পুরুষের গঠনতান্ত্রিক কারণে এরকম নির্যাতন মানা যায় না। নারী-পুরুষ হিসেবে নয়, সবাইকে আগে মানুষ হিসেবে ভাবতে হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতার কারণ, সমসাময়িক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

গোলটেবিল বৈঠকে খুশি কবির বলেন, ‘ভালোবাসা দিবসের মর্ম বুঝতে হবে, কিন্তু এখন এটা বাণিজ্যিক দিবসে পরিণত হয়েছে।

ভালোবাসা দিবস আসলেই ফুল হাতে নিয়ে নারীকে শুভেচ্ছা, আর সারাবছর নির্যাতন করবে, নারীরা এটা মানবে না। তাই ভালোবাসলে সবসময় ভালোবাসতে হবে। ’

গীতিআরা নাসরিন বলেন, নারীর প্রতি সহিংসতা কমাতে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারী হিসেবে নয়, সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে। তাহলে সমস্যা অনেকটা কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।