ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে জাল টাকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আড়াইহাজারে জাল টাকাসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আট হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আড়াইহাজার উপজেলার মনোহরদী থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- নরসিংদীর কান্দাপাড়ার রশিদ মিয়ার মেয়ে রুবি ওরফে রুজি (৪৬), সোনারগাঁয়ের আলমদী গ্রামের ইসমাইলের স্ত্রী আসমা (৩২) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুদেবপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর (৩০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার মনোহরদী গ্রামে অবৈধ জাল টাকার লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে আট হাজার টাকার জালনোটসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি নজরুল।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।