ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ টাকার গোলাপ ১০০ টাকা!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
১০ টাকার গোলাপ ১০০ টাকা!

সাভার (ঢাকা): সাধারণ যেকোনো দিন গোলাপের দাম ১০ থেকে ১৫ টাকা ঊর্ধ্বে ২০ টাকা। কিন্তু শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসার ও বসন্তের প্রথম দিনে সকাল থেকে গোলাপের দাম আকাশচুম্বী।

পাড়া-মহল্লার অলিতে-গলিতে অস্থায়ী ফুলের দোকানগুলোতে বেশ দাম হাঁকাচ্ছেন দোকানিরা। দুই দিবসে ফুলের চাহিদা বেশি হওয়ায় এমন দামে ফুল কিনতে হচ্ছে বলে মনে করছেন ক্রেতারা।

সাভারে প্রতিটি এলাকার অলিতে-গলিতে শুধু শুক্রবার নয়, গত দু’দিন ধরে বসেছে অস্থায়ী ফুলের দোকান। যদিও গত দু’দিন ফুলের দাম ঠিকই ছিল, কিন্তু বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে ১০ গুণ পর্যন্ত বেড়ে গেছে একটি গোলাপের দাম।

শুক্রবার সকাল সকাল ফুল কিনতে আশুলিয়ার চারাবাগ মোড়ে এসেছেন কলেজছাত্র শাকিল। তার ধারণা, ফুল উৎপাদনের গ্রাম এখান থেকে খুব কাছে, তাই ফুলের দামও কম পাওয়া যাবে। কিন্তু না। দোকানির থেকে ফুলের দাম শুনে তিনি হতভম্ব।  

তিনি বাংলানিউজকে বলেন, আজ ভালোবাসার দিন, শুধু তাই নয়, আজ ফাল্গুনও। ভালোবাসার দিনে প্রিয় মানুষ বলতে আমি বুঝি বাবা-মা। আর আজ আমার বাবা-মার বিবাহবার্ষিকী। তাই তাদের জন্য ফুল কিনতে এসেছি। যদিও ফুল বেশি নিতে চেয়েছিলাম, কিন্তু ফুলের যে দাম দু’জনের জন্য দু’টি ফুল কিনলাম। ১০ টাকার গোলাপের দাম চাচ্ছে ১০০ টাকা!

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অস্থায়ীভাবে দোকান দিয়ে ফুল বিক্রি করছেন আসাদুল। তিনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে সাদুল্লাপুর থেকে ৫০০ গোলাপ কিনে এনেছি। প্রতি গোলাপ কিনেছি ৫৫ টাকা করে। বৃহস্পতিবার বিক্রি করেছি ৭০ থেকে ৮০ টাকা করে। শুক্রবার সকালে প্রতিগোলাপ ৯০-১০০ টাকা পর্যন্তও বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।