ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে পাচারকালে বিপুল পরিমাণ মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
রাঙামাটিতে পাচারকালে বিপুল পরিমাণ মাছ জব্দ

রাঙামাটি: রাঙামাটি থেকে  রাজস্ব ফাঁকি দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ফেনীর কয়লারমুখ সীমান্ত এলাকা থেকে মাছগুলো  জব্দ করা হয়।

বিএফডিসি কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার কয়লার মুখ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে পাচারকালে ১৩৪৪ কেজি (বড়-ছোট) মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমুল্য প্রায় তিন লাখ টাকা।

বিএফডিসি রাঙামাটি অঞ্চলের প্রধান কর্মকর্তা কমান্ডার  (নৌ-বাহিনী) লে.কর্ণেল এম তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  ৫৬২ কেজি ছোট মাছের রাজস্ব দিয়ে ৭৭২ কেজি এবং ৮৪ কেজি বড় মাছের রাজস্ব দিয়ে ৫৭২ কেজি  মাছ পাচার করা হচ্ছিল। এ সব মাছ থেকে সরকার প্রায় এক লাখ ৩৯ হাজার ৬০০ টাকা রাজস্ব পেত।  

তিনি আরও বলেন, বর্তমানে মাছ এবং ট্রাকটি আটক করে বিএফডিসি কার্যালয়ে নেওয়া হয়েছে। অপরাধীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।