ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে পদ্মায় ট্রলারডুবি: শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে মঙ্গলমাঝির ঘাটের কাছে মঙ্গলবার সকালে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নাহিদ (৮) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় আফিজা নামের একটি শিশুকে (১০) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে মুিন্সগঞ্জের মাওয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সাড়ে নয়টার দিকে মঙ্গলমাঝির ঘাটে ভেড়ানোর সময় একটি লঞ্চের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতারে ও স্থানীয় লোকজনের সহায়তায় পাড়ে উঠলেও এক শিশু নিখোঁজ হয়।

নিখোঁজ শিশু নাহিদ জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের শাহেদ ফকিরের ছেলে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদ্দৌলা চৌধুরী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নিখোঁজ শিশু নাহিদকে উদ্ধারের চেষ্টা চলছে।

অতিরিক্ত যাত্রীবহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad