ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ১০, ২০২০
অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন 

ঢাকা: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় তিনি চ্যাম্পিয়ন তরুণদের এই সাফল্যকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন।

বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

তিনি আরও বলেন, আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের এই অর্জন অত্যন্ত গৌরবের। টুর্নামেন্টের শুরু থেকেই খেলোয়ারদের লড়াকু মনোভাব ছিলো অসাধারণ। আজকের এই অবিস্মরণীয় জয় আগামী দিনের বিজয় রথে অনুপ্রেরণা যোগাবে। গৌরবময় এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসএমএকে/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ