bangla news

আগাম বন্যা সম্পর্কে জানতে পারবে কুড়িগ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-০৯ ৮:০৩:০০ পিএম
কর্মশালায় প্রকল্প পরিচালক (উপ-সচিব) এ কে এম মারুফ হাসান। ছবি: বাংলানিউজ

কর্মশালায় প্রকল্প পরিচালক (উপ-সচিব) এ কে এম মারুফ হাসান। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার ঝুঁকি চিহ্নিতকরণে কাজ করবে ফ্লাড প্রিপার্ডনেস প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার জন সাধারণ আগাম বন্যা সম্পর্কে জানতে পারবে ও নিরাপদ কৌশল সম্পর্কে সচেতন হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে ফ্লাড প্রিপার্ডনেস প্রোগাম এর অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন প্রকল্প পরিচালক (উপ-সচিব) এ কে এম মারুফ হাসান।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) সহযোগিতায় কেয়ার বাংলাদেশ, সিডিডি ও ইএসডিও যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। এনআরপি প্রোগ্রামের প্রকল্প পরিচালক (উপ-সচিব) এ কে এম মারুফ হাসানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, ইউএনডিপির প্রতিনিধি আরিফ আব্দুল্লাহ খান, সিডিডির প্রোজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, কেয়ারের প্রতিনিধি কায়সার রাজীব, ইএসডিও’র ফোকাল পারসন অটল কুমার মজুমদার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

একবছর মেয়াদি এ পাইলট প্রকল্প কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ডিজাইনে সহায়তা করছে বুয়েটের-আইডব্লিউডিএফএম-এর একটি দল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এফইএস/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   কুড়িগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-09 20:03:00