ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে মোবাইলের শো-রুমে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ফেব্রুয়ারি ৯, ২০২০
রাজশাহীতে মোবাইলের শো-রুমে আগুন মোবাইলের শো-রুমে আগুন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার একটি মোবাইল ফোনের শো-রুমে আগুন লেগেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই শো-রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা । পরে তারা রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সেখান থেকে ‌ধোঁয়া নির্গমন বন্ধ না হওয়ায় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।

স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।  

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুনে অজ্ঞাতপরিচয় একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

শো-রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন তাদের মোট চারটি ইউনিট শো-রুমে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে। আগুন পুরোপুরিভাবে নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ