ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, ফেব্রুয়ারি ৯, ২০২০
বগুড়ায় যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর ধারে পাখি ধরতে গিয়ে শাকিল হোসেন (১৪) ও রুহুল আমিন (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে যমুনা নদী থেকে তাদের মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহত দু’জন হলো সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে শাকিল ও একই গ্রামের পুটু মোল্লার ছেলে রুহুল আমিন।

জানা যায়, শাকিল বাক প্রতিবন্ধী এবং রুহুল আমিন পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তারা দু’জনে সকালে যমুনা নদীর তীরে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত বাংলানিউজকে জানান, যমুনা নদীর পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দু’টি সন্ধ্যায় স্থানীয়রা নদী থেকে উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।