ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু তাবলীগ ইজতেমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৬, ফেব্রুয়ারি ৮, ২০২০
রাজশাহীতে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু তাবলীগ ইজতেমা

রাজশাহী: রাজশাহীতে চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩ দিনব্যাপী তাবলীগ ইজতেমা শুরু হচ্ছে। ২৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শাহ মখদুম (রহ.) ঈদগাহে ইজতেমার জন্য খুঁটি গেড়ে প্যান্ডেল স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্যান্ডেল স্থাপন কাজের উদ্বোধন করেন।

প্যান্ডেলের খুঁটি স্থাপন শেষে ঈদগাহ ময়দানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিগত বছরগুলোর মতোই এবারও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লিদের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইজতেমা আয়োজন কমিটির সদস্য ও তাবলীগ জামায়াতের নেতারা এসময় উপস্থিত ছিলেন।  

আগামী ২ সপ্তাহের মধ্যেই ইজতেমার প্যান্ডেল নির্মাণের কাজ সম্পন্ন  হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এসএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।