ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
মঠবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মঠবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মনি শংকর মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরটির সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মঠবাড়িয়া থানার পুলিশ সদস্যরা।

সহকারী পরিচালক মনি শংকর মণ্ডল বাংলানিউজকে জানান, অভিযানে খাদ্যদ্রব্যে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাইফা জেনারেল স্টোরকে তিন হাজার, হোটেল রাজমহলকে আড়াই হাজার ও নজরুল স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।