ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনবাগে দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
সেনবাগে দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী: লাইসেন্স নবায়ন না থাকায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানটি পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা।

এসময় উপস্থিত ছিলেন সেনবাগ থানা পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা বাংলানিউজকে জানান, লাইসেন্স নবায়ন না থাকায় সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের এনআরবি ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার ও ডুমুরুয়া ইউনিয়নের বিজয় ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।