ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক রিয়াজ রায়হানের উপর হামলা, ক্র্যাবের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
সাংবাদিক রিয়াজ রায়হানের উপর হামলা, ক্র্যাবের নিন্দা সাংবাদিক রিয়াজ রায়হান

ঢাকা: পেশাগত দায়িত্ব পালনের সময় পপুলার ডায়গনস্টিক সেন্টারের কর্মীদের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাংবাদিক রিয়াজ রায়হান। এ ঘটনায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিক রিয়াজ রায়হানের ওপর হামলার নিন্দা জানায় ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। একইসঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে এমআরআই মেশিনের ত্রুটিজনিত সমস্যার কারণে ধানমণ্ডি পপুলার ডায়গনস্টিক সেন্টারে দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যান ক্র্যাব সদস্য ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান।

কিন্তু নিজেদের কারিগরী ব্যবস্থায় ত্রুটি থাকলেও তা সাধারণ জনগণকে জানাতে চাননি ডায়াগনস্টিকের কর্তৃপক্ষ। ফলে আগুন লাগার খবর সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। বাগবিতণ্ডার এক পর্যায়ে রিয়াজ রায়হানের উপর হামলা চালানো হয়।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বিবৃতিতে জানান, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের, যা আমাদের কাম্য নয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ক্রাবের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
পিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ