bangla news

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-০৫ ৯:১১:২৪ পিএম
জাতীয় গ্রন্থাগার দিবসে ময়মনসিংহে র‌্যালি। ছবি: বাংলানিউজ

জাতীয় গ্রন্থাগার দিবসে ময়মনসিংহে র‌্যালি। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ‘পড়বো বই, গড়বো দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভায় ময়মনসিংহে পালন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে বিশেষ র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কান্তি বসাক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম নাছির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলের সরকারি গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

পরে গণগ্রন্থাগারের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
একে/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ বই
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-05 21:11:24