ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফেনী: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা খাতুন (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলোনিয়ার গজারিয়া রোডে মহিলা মাদ্রাসার সামনে এ দুঘর্টনা ঘটে।  

মালেকা জয়লস্কর ইউনিয়নের ওমরপুর মানুমিয়া বাড়ির মৃত ইয়াকুব মিয়ার স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেলচালক রেদোয়ানকে আটক করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিলোনিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মালেকা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আসলাম শিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।