ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় পিঠা উৎসব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
চুয়াডাঙ্গায় পিঠা উৎসব  পিঠা উৎসব। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ এ উৎসবের আয়োজন করে।

 

পিঠা উৎসবে কলেজের ১৫টি বিভাগ ১৫টি স্টলে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসে। প্রতিটি স্টলে দুই শতাধিক ভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়।  

এর আগে সকালে পিঠা উৎসবটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।  

এসময় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।