ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গা’র রিপন (৪৩) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আগলা পোস্ট অফিস এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রিপন ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

তার আগলা পোস্টঅফিস এলাকায় একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র ছিল।

পুলিশ জানায়, বুধবার সকালে রিপন ঘরে বসে টিভি দেখছিলেন। হঠাৎ ছবি চলে যাওয়া টিভি চালু রেখে বাড়ির দোতলায় ডিস সংযোগ ক্যাবল দাঁত দিয়ে কাটার চেষ্টা করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।