ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় শাহানুর (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আওয়াল। এসময় শাশুড়ি শাহানুরকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আওয়ালকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মাদক কেনার টাকার জন্য আওয়ালের পরিবারে অশান্তি লেগে ছিল। বুধবার সকালে শাহানুরের কাছ থেকে টাকা চান আওয়াল। শাহানুর টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে দাসা (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে তাকে কোপ দেন আওয়াল। এসময় আওয়ালের মা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন তিনি।  

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আওয়ালের মাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আমরা ঘটনাস্থল থেকে শাহানুরের মরদেহ উদ্ধার করেছি। সেইসঙ্গে মাদককাসক্ত আব্দুল আওয়ালকে আটক করেছি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।