ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক সচিবদের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রতিষ্ঠান হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
সাবেক সচিবদের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রতিষ্ঠান হচ্ছে

ঢাকা: সরকারের সাবেক সচিবের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সাবেক সচিব নজরুল ইসলাম করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

তিনি জানান, সোমবার শিল্পকলা একাডেমিতে সরকারের সাবেক সচিবদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার। এতে সরকারের ৪২ জন সাবেক সচিব অংশ নেন।

আলাপচারিতায় সাবেক সচিবের অনেকেই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে সবাই একমত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন। এ পরিপ্রেক্ষিতে সর্বসম্মতভাবে একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্যে অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

এছাড়াও প্রতিষ্ঠানটির একটি খসড়া গঠনতন্ত্র পূরণের জন্য ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।