ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ধামইরহাটে জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ধামইরহাটে জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ চুরি

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে উমর জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ৩০ ভরি স্বর্ণের গহনা, ৭০ ভরি রৌপ্য ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতের দিকে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মোকারম হোসেন উজ্জ্বল বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় দোকানের পেছনের দরজা কেটে সিন্দুক থেকে ৩০ ভরি স্বর্ণের গহনা, ৭০ ভরি রৌপ্য ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।

উপজেলা জুয়েলার্স মালিকের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ধামইরহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লাগাতার চুরি হচ্ছে। কৃষকের গোয়ালের গরু, সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, ব্যাংকসহ বিভিন্ন এলাকায় চুরি যেন থামছেই না। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে আমরা আন্দোলনে যাব।

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চুরির সঙ্গে জড়িতদের খুঁজে শিগগিরই গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।