ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় রাসেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানয়ারি) রাতে উপজেলার চকপারগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরলেন রাসেল। বাড়ির কাছাকাছি পৌঁছালে অন্ধকারে লুকিয়ে থাকা কয়েকজন দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জমি-জমা সংক্রান্ত জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad