ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ ফেরি।

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি)  কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে।

ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকে ঘন কুয়াশা থাকায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad