ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উৎপাদন বাড়ায় কমে আসছে ভোগ্যপণ্যের দাম 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
উৎপাদন বাড়ায় কমে আসছে ভোগ্যপণ্যের দাম 

সাভার (সাভার): মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, এক সময় বাংলাদেশে সব কিছুর উৎপাদন কম ছিল। এখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন করায় ভোগ্যপণ্যের দাম কমে আসছে। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে এখন মাছ কিংবা মাংস আমদানি করা হচ্ছে না।

সরকার এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তাই আমদানি বন্ধ আছে। যা আমদানি হচ্ছে তা সরকারের আওতার বাইরে। সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও দেশের প্রতিটি মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করছে।

এসময় উপস্থিত ছিলেন- কৃষি, প্রাণিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব জাকির হোসেন আকন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ প্রতিষ্ঠান বিএলআরআইয়ের পরিচালক ড. নাথু রাম সরকারসহ আরও অনেকে।

দুই দিনব্যাপী এ বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চার শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad