ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে শরীফুল ইসালাম (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

এ ঘটনায় নসিমন চালকও আহত হয়েছেন। নসিমন চালকের নাম লালন শেখ (৩৪)। তিনি রিশিকুল ইউনিয়নের মান্ডাইল গ্রামের নজিবুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জান্নাত জাহান বলেন, মাছভর্তি একটি নসিমন গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী শরীফুল ইসলাম নিহত হন। পরে আহত চালককে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।