ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠামইনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
মিঠামইনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার সাত ইউনিয়নের অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ১৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কামালপুরের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিজ বাড়িতে এসব কম্বল বিতরণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ প্রমুখসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ