bangla news

রত্নগর্ভা মায়েদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৪ ৫:২৪:৩৫ পিএম
রত্নগর্ভা মায়েদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রত্নগর্ভা মায়েদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রত্নগর্ভা মায়েদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পাশে মোল্লাপাড়া এলাকায় নেহাল গ্রিনপার্কে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জের বাজিতপুর সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

বাজিতপুর সমিতির আহবায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, শিক্ষানুরাগী সালেহুজ্জামান খান রুনু প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া ফেরদৌস, অধ্যক্ষ (অব.) রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর সমিতির সদস্য সচিব মাহবুবুল হক বেলাল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে ২২ জন রত্নগর্ভা মা এবং ২০১৮ সালে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৬০ জন পিইসি পরীক্ষার্থী, ২২ জন জেএসসি পরীক্ষার্থী, ১১ জন এইচএসসি পরীক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। 

এছাড়াও অনুষ্ঠানে সমিতির সদস্যদের ২৪ জন সন্তান ও ছয়জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষককেও ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   কিশোরগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-24 17:24:35