bangla news

মুন্সিগঞ্জে ১৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৩ ১০:০৭:৩০ পিএম
প্রতীকী

প্রতীকী

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সদরের রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকার জালের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা দুইটি থেকে ১৩ কোটি ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। সেসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এর সঙ্গে জড়িত মিনা ও জসিম উদ্দিনকে অভিযুক্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমআরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-23 22:07:30