ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ডোবা থেকে ৭ অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মানিকগঞ্জে ডোবা থেকে ৭ অস্ত্র-গুলি উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি অস্ত্র ও চারটি ম্যাগজিন ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম বাংলানিউজকে জানান, দুপুরে ওই গ্রামের একটি ডোবায় মাছ ধরার সময় প্লাস্টিকের বস্তার পান স্থানীয় একজন।

পরে ডাঙ্গায় তুলে বস্তাটি খুললে ভেতরে পিস্তল ও গুলি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে আফসার উদ্দিন সরকারকে জানান। পরে চেয়ারম্যানের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল, পাঁচটি রিভলভার, ২২৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কয়েক বছরের পুরোনো। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।