bangla news

প্রাণিসম্পদ উন্নয়নে কক্সবাজারে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২২ ৭:৩৫:৩৬ পিএম
কক্সবাজারে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে কর্মশালা। ছবি: বাংলানিউজ

কক্সবাজারে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে কর্মশালা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ উন্নয়নে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম।

প্রাণিসম্পদ উন্নয়ন সর্ম্পকে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ, বাংলাদেশে প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এবং ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণে তাদের সুপারিশ গ্রহণ করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসিডিআই-ভোকা। 

কর্মশালায় জানানো হয়, এ প্রকল্প থেকে শুরু থেকে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৪১৭ জন সু্বিধা গ্রহণ করেছে। যার মধ্যে ৮৮ ভাগ নারী। এছাড়াও ৭৩৩ জন এলএসপি প্রাণিসম্পদ লালন পালনের প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে গবাদি প্রাণীর খাদ্য ও স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা, জাত উন্নয়নসহ উন্নত পদ্ধতিতে পশুপালনও রয়েছে। 

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসবি/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   কক্সবাজার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-22 19:35:36