ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেড়াতে এসে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
বেড়াতে এসে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে শাহীন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে সীমান্তবর্তী দিঘলকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন নরসিংদী জেলার রায়পুর উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, নরসিংদী থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে আসা শাহিন বুধবার দুপুরে হাতি দেখতে দিঘলকোন পাহাড়ি এলাকায় গেলে আক্রমণের শিকার হন। হাতির আক্রমণে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহীনের বাড়ি খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।