ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু‌তে পৃথক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
বঙ্গবন্ধু সেতু‌তে পৃথক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু‌তে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছেন। 

বুধবার (২২ জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন সেতুর ভায়াডাক্টে দুই বা‌সের সংঘ‌র্ষে একজন এবং রাত ৩টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হয়।  

নিহতদের মধ্যে হেলপার ইমন হোসেনের নাম জানা গেছে।

তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।  

পু‌লিশ জা‌নায়, নিহত দুইজন বা‌সের হেলপার ছিলেন। এছাড়া সকা‌লে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লে‌নে দুই‌টি ট্রা‌কের সংঘর্ষ হয়। পৃথক দুইটি দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

এ‌দি‌কে, পৃথক তিনটি দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু উভয় পাড়সহ মহাসড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজট দেখা দেয়। ত‌বে দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সরানোর পর সকাল সা‌ড়ে ৯টার পর যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে।  

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বাংলানিউজকে ব‌লেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অং‌শে ঢাকাগামী দুই‌টি বা‌স ওভার‌টেক কর‌তে গি‌য়ে সংঘর্ষ হয়। এ‌তে এক বা‌সের হেলপার মারা যান। আহত হয় ১০ জন।  

অপরদিকে, রাত ৩টার দিকে কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে বা‌সের হেলপার নিহত হয়। আহত হয় আরও আটজন। নিহত‌দের ম‌ধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে।

এছাড়া সকা‌লের দি‌কে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলা‌রের কা‌ছে দুইটি ট্র্রা‌কের সংঘ‌র্ষে দুইজন আহত হয়। দুর্ঘটনার পর প‌রিবহনগু‌লো সড়ক থে‌কে স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

তি‌নি আ‌রও জানান, সকা‌লে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক এই দুর্ঘটনাগু‌লো ঘটে।  

হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ কামাল হোসেন বাংলানিউজকে ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌র উপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়‌কে গা‌ড়ির চাপ ক‌মে গি‌য়ে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad