ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ডুবে মাঝির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
মেঘনায় ডুবে মাঝির মৃত্যু

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ডুবে তোফাজ্জল হোসেন (১৭) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয় জেলেরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পান্থশালা ফেরি ঘাটে তোফাজ্জল অসাবধানতাবসত মেঘনা নদীতে পড়ে ডুবে যায়।


 
তোফাজ্জল উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, তোফাজ্জল দীর্ঘদিন ধরে মৃগীরোগে  ভুগছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি নৌকা নিয়ে পান্থশালা ফেরিঘাট থেকে বাঘাইকান্দি ঘাটে যাওয়ার জন্য ছাড়লে অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।