ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
দীঘিনালায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলাবাসীর ব্যানারে বাবুছড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রায় এক কিলোমিটার দূরের নতুন বাজার ঘুরে আবারও বাবুছড়া বাজারে গিয়ে শেষ হয়। নানা শ্রেণী-পেশার মানুষ মিছিলে অংশ নেন।

পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোস জীবন চাকমা, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত ইসলাম, বোয়ালখালি বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম, বাবুছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

বক্তারা বলেন, দিনের পর দিন আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজিতে স্থানীয়রা অতিষ্ট হয়ে উঠেছে। চাঁদা না দিলে গাড়ি পুড়িয়ে দেওয়া, মারধর করার ঘটনা ঘটে। সর্বশেষ ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাঠবাহী একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় ও ট্রাক্টর লক্ষ্য করে গুলি করে। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় সমাবেশ থেকে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

গত ১৮ জানুয়ারি বিকেলে সন্ত্রাসীরা উপজেলার ৭ নম্বর বাঁশবাগান এলাকায় চাঁদার জন্য কাঠ পরিবহনের একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় ও ট্রাক্টর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০২০
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।