ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড় সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
পঞ্চগড় সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকা থেকে হাসান আলী (৩০) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান ওই ইউনিয়নের খালপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘাগড়া সীমান্তের ৭৫২-এর সাব ১৩ মেইন পিলার এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ও বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী ও ৫৬ বিজিবির কর্মকর্তারা।

এ বিষয়ে এসপি ইউসুফ আলী বাংলানিউজকে জানান, ওই সীমান্ত থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।