ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অ্যাম্বুলেন্স পেলো শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
অ্যাম্বুলেন্স পেলো শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স

সাতক্ষীরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে একটি অ্যাম্বুলেন্স। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।

সভায় সংসদ সদস্য জগলুল হায়দার চিকিৎসকদের প্রতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উপকূলবাসীর সুচিকিৎসা নিশ্চিতের আহবান জানান।

পরে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নতুন অ্যাম্বুলেন্স ও হাসপাতালের নতুন রাস্তা উদ্বোধন করেন।

জানা যায়, অ্যাম্বুলেন্স না থাকায় দীর্ঘদিন ধরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স ধার করে চালাচ্ছিল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।