ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ২৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
টেকনাফে ২৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার ছবি: প্রতীকী

কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো দালালকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৮ নারী, দুই শিশু ও তিন পুরুষ রয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) এ বিএস দোহা বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে এসব রোহিঙ্গাদের নিয়ে আসা হয়। উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ