ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তার ওপর ইট-বালু রাখায় দুইজ‌নের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
রাস্তার ওপর ইট-বালু রাখায় দুইজ‌নের কারাদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরায় রাস্তার ওপর ইট বালু রেখে জনগণের চলাচলে বাধা ও গণউপদ্রপ সৃষ্টির দা‌য়ে দুইজন‌কে সাত দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‌সোমবার (২০ জানুয়া‌রি) জেলা কা‌লেক্ট‌রে‌টের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট আজাহার আলী পৃথক ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে তা‌দের এ সাজা দেন।
 
সাজাপ্রাপ্তরা হ‌লেন- সাতক্ষীরা শহ‌রের পলা‌শপো‌লের মৃত শেখ রইচ উ‌দ্দি‌নের ছে‌লে শেখ রিয়াজুল ক‌রিম ও রাজার বাগা‌নের মৃত মানাউল্লাহর ছে‌লে মোহাম্মদ আলী।

‌নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট আজাহার আলী জানান, শহ‌রের কা‌টিয়া ও সরকা‌রি ক‌লেজ মা‌ঠের বিপরী‌তে রাস্তার ওপর ইট-বালু রেখে জনগণের চলাচলে বাধা ও গণউপদ্রপ সৃষ্টি করা হয়। বার বার নি‌ষেধ করা স‌ত্ত্বেও একই অপরা‌ধের পুনরাবৃ‌ত্তির দা‌য়ে তা‌দের সাত দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড ‌দি‌য়ে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেওয়া হয়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।