ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘থানা হেফাজতে মৃত বাবুর মাথায়-পায়ে আঘাতের চিহ্ন আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
‘থানা হেফাজতে মৃত বাবুর মাথায়-পায়ে আঘাতের চিহ্ন আছে’

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া আবু বক্কর সিদ্দিকী বাবুর (৪৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ময়নাতদন্ত করে মরদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে।

এছাড়া তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ আঘাতের কারণে তার মৃত্যু হওয়ার মতন নয়। আমরা মরদেহ থেকে আলামত সংগ্রহ করে হিস্টোপ্যাথলজিতে পাঠাবো। সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ’

এর আগে গত রোববার (১৯ জানুয়ারি) ভোরে তেজগাঁও থানা পুলিশ অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পরে তার সাবেক স্ত্রী আলেয়া ফেরদৌসী অভিযোগ করে বলেন, ‘বাবুকে পুলিশ মিথ্যা একটি মামলায় গ্রেফতার করে নির্যাতন করে মেরে ফেলেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।