ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় তিন ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আশুলিয়ায় তিন ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

সাভার (আশুলিয়া): নকল ওষুধ সরবরাহ করার দায়ে সাভারের আশুলিয়ায় তিন ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফার্মেসিগুলো থেকে জব্দ করা হয়েছে এক লাখ টাকা মূল্যের বিভিন্ন ভেজাল ওষুধ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সিপিসি-২, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বাংলানিউজকে জানান, নকল ওষুধ সরবরাহ করার দায়ে মেসার্স শাহ জালাল ফার্মেসিকে এক লাখ, তরুন ফার্মেসিকে ৫০ হাজার ও মেসার্স হাজী ছবুর মাস্টার ফার্মেসি অ্যান্ড স্কীন কেয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফার্মেসি তিনটি থেকে প্রায় এক লাখ টাকার বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ অবৈধ ভেজাল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডারে মেজর শিবলী মোস্তফাসহ র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।